ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে প্রেম ও বিয়ের ঘটনায় এক যুবকসহ চারজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, নগদ তিন হাজার ৯০০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
Advertisement
সোমবার (৫ মে) সন্ধ্যায় ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে ভোরে জেলার মুক্তাগাছা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের মরকাটা বাজার গ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে মো. মাহিন হোসেন (৩১), একই উপজেলার সোনাকাটিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ হোসেন (৩৫), হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোর্শেদ (৩৫) ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আরধিপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩২)।
র্যাব জানায়, মুক্তাগাছার এক তরুণীর সঙ্গে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন মাহিন হোসেন। পরে তাকে ফুসলিয়ে গোপনে বিয়ে রেজিস্ট্রি করেন। বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা জামাইসহ (মাহিন হোসেন) বাসায় আসতে বলেন। মাহিন বাসায় গেলে তার কাছে থাকা আইডি কার্ড দেখে সন্দেহ হয়। তার কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে মাহিন অসঙ্গতিমূলক কথাবার্তা বলতে থাকেন। যাচাই-বাছাই করতে ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করেন মেয়ের বাবা। তার আইডি কার্ডটি সঠিক নয় বুঝতে পেরে র্যাবে অভিযোগ দেন তিনি। পরে র্যাব তাদের আটক করে।
Advertisement
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের মেজর শিশির মাহমুদ তালুকদার বলেন, র্যাবের একটি দল মুক্তাগাছায় অভিযান চালিয়ে মাহিন হোসেনসহ চারজনকে আটক করে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস