বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
পাকিস্তানে চেনাব নদীর পানিপ্রবাহ তলানিতে নামালো ভারত
ভারত জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর নির্মিত বাগলীহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। দেশটি জম্মুর কিশানগঙ্গা বাঁধেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। রোববার (৪ মে) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
ইরানকেও জবাব দেওয়ার হুমকি নেতানিয়াহুর
Advertisement
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই হামলার জন্য ইরানকেও জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার দলীয় সমর্থকদের একটি অংশ ও তার কোম্পানির বিপণন কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে, তিনি ২০২৮ সালেও প্রার্থী হতে পারেন।
বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প
Advertisement
যুক্তরাষ্ট্রে নির্মিত নয় এমন সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে এ ধরণের শুল্ক আরোপের প্রক্রিয়া শুরুর জন্য দায়িত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন। আমেরিকার সিনেমা শিল্প দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এমন কারণ দেখিয়েই তিনি এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। খবর বিবিসির।
বাণিজ্যযুদ্ধে চীনের ‘গোপন অস্ত্র’
যুক্তরাষ্ট্রের ১৪৫ শতাংশ শুল্কের চাপে হিমশিম খাচ্ছে চীনের রপ্তানি খাত। এতে দেশটিতে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। গোল্ডম্যান স্যাশের মতে, প্রায় ১ কোটি ৬০ লাখ চীনা কর্মী যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের উৎপাদনের সঙ্গে যুক্ত। আবার নোমুরা ব্যাংক বলছে, যদি এই ‘শক’ চলতে থাকে তাহলে স্বল্পমেয়াদে ৫৭ লাখ এবং দীর্ঘমেয়াদে ১ কোটি ৫৮ লাখ কর্মী চাকরি হারাতে পারেন।
চীনে পর্যটকবাহী নৌকা উল্টে ১০ জনের মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে শক্তিশালী বাতাসের কবলে পড়ে চারটি পর্যটকবাহী নৌকা উল্টে গেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৭০ জনকে।
মার্কিন বিজ্ঞানীদের টানতে প্রণোদনা ঘোষণা করবে ইউরোপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা বিতর্কিত পদক্ষেপে ক্ষতিগ্রস্ত বিজ্ঞানীদের ইউরোপে নিয়ে যেতে নানা উদ্যোগ নিচ্ছে ফ্রান্স ও ইউরোপীয় কমিশন। তাদের ইউরোপে থিতু করতে প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। যার রেঞ্জ ১২০ কিলোমিটার। সামরিক মহড়ার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়।
নেপালে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত মাকালু আরোহণ করতে গিয়ে নেপালে এক মার্কিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তার অভিযানের আয়োজক সংস্থা সোমবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে
অতিরিক্ত সরবরাহের উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফলে চাহিদা দুর্বল হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও ওপেক-প্লাস তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।
এমএসএম/এমএস