আইন-আদালত

ছুটি শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

ছুটি শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

সরকার ঘোষিত ছুটি, ঈদুল ফিতরের ছুটি ও অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরলো সুপ্রিম কোর্ট। তবে ছুটির সময়েও হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য বেশ কয়েকটি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

Advertisement

পাশাপাশি আপিল বিভাগের চেম্বার জজ কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও আদেশ হয়েছে। গত ২০ মার্চ সুপ্রিম কোর্টে ছুটি শুরু হয়।

এদিকে, সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টে ৪৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আজ রোববার (২০ এপ্রিল) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ এই ৪৮ বেঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এই ৪৮ বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ১৮টি একক বেঞ্চ রয়েছে।

আরও পড়ুনশেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশনারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয়

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিন সকাল ৯টায় প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় বেলা পৌনে ১১টায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

গত ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন ২৫ মার্চ দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এফএইচ/কেএসআর/জেআইএম