খেলাধুলা

কেন নেতৃত্ব ছেড়েছিলেন, দীর্ঘদিন পর জানালেন কোহলি

কেন নেতৃত্ব ছেড়েছিলেন, দীর্ঘদিন পর জানালেন কোহলি

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর ২০২২ সালে এসে ছাড়েন টেস্ট ক্রিকেটের নেতৃত্বও। প্রায় একই সময়ে ছাড়লেন আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্বও।

Advertisement

কেন প্রায় কাছাকাছি সময়ে নেতৃত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন, দীর্ঘদিন পর তার আসল কারণটা জানালেন বিরাট কোহলি। এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার আরসিবির ‘বোল্ড ডায়েরিজ’ পডকাস্টে নিজের দীর্ঘ অধিনায়কত্ব জীবনের অভিজ্ঞতা, চাপের কথা তুলে ধরেন। সে সঙ্গে জানালেন, কেন আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে আসলেন তিনি।

কোহলি জানালে অধিনায়কত্ব করতে গিয়ে প্রচন্ড চাপের মুখে থাকতেন। নিজের ব্যাটিংয়েও যার প্রভাব পড়েছিল। সেই চাপে থাকা এবং অধিনায়ক থাকাকালে নানা বিচিত্র অভিজ্ঞতার কথা অকপটে তুলে ধরেন ।

কোহলি বলেন, ‘আমি ৭-৮ বছর ভারতের আর ৯ বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলাম। প্রতি ম্যাচে ব্যাটার হিসেবে আমার উপর প্রত্যাশা ছিল। কখনও মনে হয়নি কেউ আমার দিকে তাকাচ্ছে না। যদি অধিনায়কত্ব নাও থাকত, তাহলেও আমার ব্যাটিং নিয়ে কথা হতো। আমি সারাক্ষণ এ চাপে থাকতাম। শেষ দিকে এটা খুব কঠিন হয়ে গিয়েছিল, সহ্যের বাইরে।’

Advertisement

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ক্রিকেট থেকে এক মাসের বিরতি নিয়েছিলেন কোহলি। বলেই দিয়েছিলেন, ‘আমি এমন এক জায়গায় পৌঁছেছিলাম, যেখানে স্পটলাইটে থাকতে ভালো লাগত না। আমি যদি ঠিক করি খেলব, তাহলে আমাকে খুশি হতে হবে। আমি এমনভাবে ক্রিকেট খেলতে চাই যেখানে আমাকে প্রতিটা মুহূর্তে বিচার করা হবে না।’

ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে বিরাট কোহলি ধন্যবাদ জানান মহেন্দ্র সিং ধোনি ও তখনকার কোচ গ্যারি কার্স্টেনকে। তাদের কারণে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পান কোহলি। তিনি বলেন, ‘তারা আমাকে বলেছিলেন, আমরা চাই তুমি নিজের মতো খেলো। তোমার যে এনার্জি আর মাঠে উপস্থিতি, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার।’

কোহলি মনে করেন, নার্ভাসনেস থাকা খুব জরুরি। তিনি বলেন, ‘তুমি ভাবো, অনেক রান করে ফেললে আর চাপ থাকবে না। সেটা কোনো দিন হয় না। সেই নার্ভাসনেসই হলো তোমার মাপকাঠি। যেদিন সেটা থাকবে না, সেদিন তোমার সব শেষ।’

আইএইচএস/

Advertisement