লাইফস্টাইল

‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমটি আসলে কী?

‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমটি আসলে কী?

সানজানা রহমান যুথী

Advertisement

প্রতি বছরের মতো এবারও ৫ মে অনুষ্ঠিত হলো ফ্যাশন দুনিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও প্রতীক্ষিত অনুষ্ঠান মেট গালা। ২০২৫ সালের এই আয়োজন নিউইয়র্ক শহরের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ আলো ছড়িয়েছে তারকা, ফ্যাশন এবং ইতিহাস। তবে এবারের গালার বিশেষত্ব ছিল এর থিম বা বিষয়বস্তু।

২০২৫ সালের মেট গালার থিম হলো ’সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’, যা আফ্রিকান-আমেরিকান এবং বিশ্বময় বসবাসকারী আফ্রিকান সম্প্রদায়ের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এই থিমটি মূলত ব্ল্যাক ড্যান্ডিজমের উপর ভিত্তি করে গঠিত, যা পোশাক ও স্টাইলের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক পরিচয় গঠনের একটি কৌশল হিসেবে বিবেচিত ।

ব্ল্যাক ড্যান্ডিজম কী?

Advertisement

ব্ল্যাক ড্যান্ডিজম একটি সাংস্কৃতিক ধারণা, যেটি কৃষ্ণাঙ্গদের পোশাকের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ও সামাজিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসকে তুলে ধরে। একসময়ে দাস হিসেবে অবহেলিত মানুষগুলো কীভাবে নিজেদের স্টাইল, আত্মপরিচয় এবং রুচির মাধ্যমে হয়ে উঠেছে বিশ্ব ফ্যাশনের ট্রেন্ডসেটার, সেটাই তুলে ধরা হয়েছে এবারের প্রদর্শনী ও পোশাকচিত্রে।

ড্যান্ডিজম একসময় ছিল ইউরোপীয় অভিজাতদের স্টাইলের প্রতীক। কিন্তু দাস ব্যবসার সময়, ইংল্যান্ড ও আমেরিকায় কৃষ্ণাঙ্গদের উপর এই স্টাইল চাপিয়ে দেওয়া হতো অপমানের প্রতীক হিসেবে। পরবর্তীতে সেই শৈলীই তারা রূপান্তর করেছে নিজের অভিজ্ঞান ও গর্বের চিহ্নে। হারলেম রেনেসাঁর সময় (১৯২০-৩০) এই শৈলীর জয়যাত্রা শুরু হয়, যা আজকের বিশ্ব ফ্যাশনে গভীরভাবে প্রভাব রেখে যাচ্ছে।

মূলত ব্ল্যাক ড্যান্ডিজম শুধু ফ্যাশন নয়। এটি অস্তিত্বের লড়াই, সৌন্দর্যের রাজনীতি এবং আফ্রিকান উত্তরাধিকার পুনরুদ্ধারের ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এবার মেট গালা ২০২৫-এর সহ-সভাপতির তালিকায় ছিলেন কলম্যান ডোমিনগো, লুইস হ্যামিলটন, এস্যাপ রকি, ফ্যারেল উইলিয়ামস এবং অবশ্যই ভোগ ম্যাগাজিনের প্রধান সম্পাদক আনা উইনটর।

Advertisement

বিশেষভাবে উল্লেখযোগ্য, বাস্কেটবল তারকা লেব্রন জেমস ছিলেন এই বছরের সম্মানসূচক চেয়ারম্যান, যদিও হাঁটুর চোটের কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এবছরের ড্রেস কোড ছিল ‘টেইলোর্ড ফর ইউ’। যার অর্থ নিজস্ব স্বকীয়তা ও শিকড়কে পোশাকের মাধ্যমে তুলে ধরা। অনুষ্ঠানে অনেকেই পরে এসেছেন আর্কাইভাল ডিজাইন, ঐতিহাসিক ফ্যাব্রিক এবং কালো স্টাইল আইকনের অনুপ্রেরণায় তৈরি পোশাক।

অ্যান্ড্রে ৩০০০, স্লিক রিক, গ্রেস ওয়েলস বনার – এই নামগুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, যারা নিজ নিজভাবে ড্যান্ডিজমের সৌন্দর্যকে আধুনিক ও সাহসী ভঙ্গিতে মঞ্চে তুলে ধরেছেন।

এএমপি/এএসএম