দক্ষিণ ভারতের তারকা অভিনেতা রাম চরণের শেষ থিয়েট্রিক্যাল ছবি ‘গেম চেঞ্জার’ তার ভক্তদের জন্য একটি বড় হতাশা ছিল। ছবিটি বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। সমালোচকরাও ভালো প্রতিক্রিয়া দেননি। সেই হতাশা কাটিয়ে উঠতে মরিয়া রাম চরণ।
Advertisement
বর্তমানে তিনি ‘পেডি’ নামক একটি ছবিতে কাজ করছেন। এই ছবিটি পরিচালনা করছেন বুচি বাবু সানা। এর পর তিনি ‘পুষ্পা’খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে একটি অ্যাকশান সিনেমায় কাজ করবেন। তবে তাদের এই সিনেমাটি নিয়ে তেমন করে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
সূত্রের খবর, রাম চরণের এ দুই ছবির মধ্যে একটি ফাঁকা সময় রয়েছে। সেই সময়টাতে তিনি ‘অ্যানিমেল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এমনই গুঞ্জন উঠেছে ফিল্মপাড়ায়।
তবে সিনেজোশ এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের সূত্রে জানা গেছে, এটি শুধুমাত্র একটি গুজব।
Advertisement
তারা নিশ্চিত করেছে, সুকুমারের ছবির কাজ শুরুর আগে রাম চরণের ফাঁকা সময় রয়েছে। তিনি ওই সময়ের জন্য নতুন কাজের কথা ভাবছেন। এরইমধ্যে একটি গল্প পছন্দও করেছেন অভিনেতা। এর পরিচালক এখনও চূড়ান্ত হয়নি। গুজব রয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমায় রেড্ডিকেই নিশ্চিত করতে চাইছে। সেখান থেকেই রেড্ডির সঙ্গে রামের কাজের গুঞ্জনটি ছড়িয়েছে। তবে তার কোনো নিশ্চয়তা নেই।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা বর্তমানে ‘স্পিরিট’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এ ছবিতে প্রভাস প্রধান চরিত্রে অভিনয় করছেন। জানুয়ারিতে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রভাসের স্বাস্থ্য সমস্যার কারণে শুটিং বিলম্বিত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
‘স্পিরিট’ শেষ হওয়ার পর সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমেল’- এর সিক্যুয়েল ‘অ্যানিমাল পার্ক’ নিয়ে মাঠে নামবেন। সুতরাং সন্দীপ রেড্ডি ভাঙ্গার শিডিউল বেশ ব্যস্ত।
এলআইএ/জিকেএস
Advertisement