জোকস

আজকের জোকস: বিপজ্জনক চরিত্র চেনার উপায়

আজকের জোকস: বিপজ্জনক চরিত্র চেনার উপায়

বিপজ্জনক চরিত্র চেনার উপায়টিভি সিরিয়ালে আসক্ত নান্টুর স্ত্রী। বিরক্ত হয়ে একদিন নান্টু জানতে চাইলো—নান্টু: এই সিরিয়াল দেখে দেখে তুমি আসলে কী শিখেছ? আমাকে বলতে পারবে?স্ত্রী: আর কিছু না হোক, একটা জিনিস শিখতে পেরেছি।নান্টু: কী সেটা?স্ত্রী: তা হচ্ছে- যার কপালে যত বড় টিপ থাকে; সেই চরিত্রটি তত বেশি বিপজ্জনক।

Advertisement

**** গাধার সঙ্গে মর্নিং ওয়াকসবুজ প্রতিদিন সকালে তার কুকুর নিয়ে হাঁটতে বের হন। এটা দেখে একদিন তার বন্ধু দূর থেকে বললেন—বন্ধু: আরে, এত সকালে গাধাকে সঙ্গে নিয়ে যাচ্ছ কোথায়, শুনি?সবুজ: অন্ধের মতো কথা বলো কেন? দেখছ না, এটা আমার কুকুর। আর তুমি বলছ গাধা?বন্ধু: আরে, আমি তো তোমাকে বলিনি। আমি প্রশ্ন করেছি তোমার কুকুরকে।

****

সন্তান বেশি থাকার সুবিধাবাবুর চারটি বাচ্চা। একদিন খবরের কাগজে বাবু দেখলো যে সরকার ঘোষণা করেছে, যার পাঁচটি বা তার বেশি বাচ্চা আছে, তাকে প্রতি মাসে সরকার বিশ হাজার টাকা করে দেবে।

Advertisement

বাবু তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালো আর বললো, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো?স্ত্রী: বলো, কিছু মনে করবো না।বাবু: দেখো, আমার প্রেমিকার কাছে আমার একটি বাচ্চা আছে। তুমি বললে আমি নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটি বাচ্চা হয়ে যাবে এবং আমরা মাসে মাসে বিশ হাজার টাকা করে পাবো।স্ত্রী: আচ্ছা যাও।বাবু বাচ্চা নিয়ে ফিরে এসে দেখলো তার ঘরের দুটি বাচ্চা গায়েব। বাবু বৌকে জিজ্ঞাসা করলো ব্যাপার কী?স্ত্রী: যার বাচ্চা সে নিয়ে গেছে, খবরের কাগজ কি তুমি একাই পড়েছো?

কেএসকে/জিকেএস