নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু হয়েছে। নতুন এ ক্যাম্পাসে ৫০ হাজার শিক্ষার্থী একসঙ্গে পড়াশোনার সুযোগ পাবেন। এছড়া ২৫ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা থাকবে।
Advertisement
মঙ্গলবার (১৫ এপ্রিল) দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে নতুন এ ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জন্য একাডেমিক ভবনের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক হল, খেলার মাঠ, উদ্যান, ক্যাফেটেরিয়া, পাঠাগার, গবেষণাগার নির্মাণ করা হবে নতুন এ ক্যাম্পাসে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, নতুন ক্যাম্পাসের কাজ শুরু করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আমরা এই কাজ শুরু করতে পেরেছি। সবার সহযোগিতা না পেলে এটা সম্ভব ছিল না।
Advertisement
তিনি বলেন, আজকের এ দিনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাদের স্মরণ করতে চাই। তাদের স্বপ্ন সফল করতে বসুন্ধরার ক্যাম্পাসের পাশাপাশি এখানে বিশ্বমানের ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, রেজিস্ট্রার আহমেদ তাজমীন, প্রকল্প পরিচালক প্রকৌশলী মুশতাক হাবিব প্রমুখ।
এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এএএইচ/জেএইচ
Advertisement