জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি মঞ্চের সামনে বিক্ষোভকারীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি মঞ্চের সামনে বিক্ষোভকারীরা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে সরে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। জুমার নামাজ শেষে এই মঞ্চে শুরু হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ।

Advertisement

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ হাদী সমাবেশস্থলে বিক্ষোভকারীদের নিয়ে জুমার নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন ‘খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ  আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ চায়, আজ বুঝতে পারবেন  যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন 

এর আগে সকালে সংবাদ সন্মেলনে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি, গত দেড় দশক ধরে নির্যাতিতরা , বিডিআর পরিবার, হত্যাকাণ্ডের শিকার পরিবার, গুম-খুনের শিকার পরিবার সবাই সমাবেশে আসুন।

Advertisement

হাসনাত আবদুল্লাহ বলেন, সারাদেশের জনগণকে বলবো আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাইয়ে নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন।

আরএএস/এসএনআর/জিকেএস