মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় বড়লেখা থেকে আরও ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।
Advertisement
বৃহস্পতিবার (৯ মে) অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে অনুপ্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এমন খবর জানান স্থানীয়রা। বুধবার অনুপ্রবেশের সময় কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে ১৫ জনকে আটক বিজিবি। পরে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, বড়লেখা উপজেলার পাল্লাতল, লাতু সীমান্ত দিয়ে ৪৪ জনসহ এখন পর্যন্ত অনুপ্রবেশের ঘটনায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জন। আটকদের মধ্যে নারী-শিশুরা ও ভারতীয় ও বাংলাদেশিরা রয়েছে।
Advertisement
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় আটক ৪৪ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ধলই সীমান্তে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার একেএম জাহাঙ্গির হোসেন বলেন, এ ঘটনার পর থেকে মৌলভীবাজারের সব সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। ভারত ও পাকিস্তানে সংঘটিত যুদ্ধের সুযোগ নিয়ে যাতে কোনো সন্ত্রাসী অবৈধভাবে দেশের সীমানা দিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য আইজিপি থেকে নিদের্শ দেওয়া হয়েছে। সে মোতাবেক পুলিশ কাজ করছে।
ওমর ফারুক নাঈম/এমএন/জিকেএস
Advertisement