জোকস

আজকের কৌতুক: চিকিৎসক যখন হবু বউয়ের হাত ধরে

আজকের কৌতুক: চিকিৎসক যখন হবু বউয়ের হাত ধরে
 

চিকিৎসক যখন হবু বউয়ের হাত ধরেএক চিকিৎসক বিয়ে করতে গিয়েছেন। তিনি খুব ভুলো মনের।

Advertisement

বিয়ের সময়ে পুরোহিত যখন মন্ত্র পড়াতে পড়াতে ওঁর হাতে হবু স্ত্রীর হাত তুলে দিলেন, উনি স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন,খুব উত্তেজিত মহিলা তো। তার পরে বললেন, জিভ দেখি।

****

গোয়েন্দার ছদ্মবেশগোয়েন্দাপ্রধান: চোরাকারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপার স্টারে গিয়েছিলে?গোয়েন্দা সহকারী: অবশ্যই, স্যার!গোয়েন্দাপ্রধান: ওরা তোমাকে চিনে ফেলেনি তো?গোয়েন্দা সহকারী: অসম্ভব, স্যার। আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি।গোয়েন্দাপ্রধান: কীসের ছদ্মবেশে গিয়েছিলে?গোয়েন্দা সহকারী: স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে।গোয়েন্দাপ্রধান: কী! হোটেল সুপার স্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছ? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেওয়ার কথা না!গোয়েন্দা সহকারী: হা হা! স্যার কি আমাকে অত বোকা ভেবেছেন? জানতাম, ঢুকতে দেবে না। সে জন্য আগে থেকেই গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম!

Advertisement

কেএসকে/জিকেএস