বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা সানি দেওল ‘গদর’সিনেমার সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড় তুলে ছিলেন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘জাট’ সিনেমাতেও সেই ধারা অব্যাহত রেখেছেন। এবার চার দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে এ সিনেমার হাত ধরেই নতুন রেকর্ড গড়লেন এ অভিনেতা। এমন সাফল্যের মাঝেই আজ (১৭ এপ্রিল) ‘জাট ২’ সিনেমার কথা ঘোষণা করলেন সানি।
Advertisement
অভিনেতা সানি দেওলের কাছে বয়স একটা সংখ্যামাত্র। তার বয়স ষাট পার হলেও ‘ঢায় কিলো কা হাতে’র ম্যাজিক যে এখনো অক্ষত, তা কখনো পর্দায় টিউবঅয়েল, কখনো ল্যাম্পপোস্ট তুলে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন এ তারকা। তেইশের বক্স অফিসে ‘গদর ২’ সিনেমার তুমুল সাফল্য সানির চলচ্চিত্র ক্যারিয়ারকে নতুন মাত্রা দিয়েছে।
সানি দেওল ৬৯০ কোটি রুপির ব্যবসা করা সিনেমা উপহার দিয়ে রাজনীতির মাঠ থেকে অবসর নিয়ে বর্তমানে অভিনয়ে নিমগ্ন রয়েছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাট’ সিনেমাতেও রবিনহুড রূপে বক্স অফিসে আলোড়ন তুলেছেন সানি দেওল।
এবার ‘জাট’র সাফল্যের কথা মাথায় রেখেই সিক্যুয়েলের ঘোষণা করলেন সানি। প্রথম সিনেমার মতো ‘জাট ২’র পনির্মাতার আসনেও থাকছেন গোপীচাঁদ মালিনেনি। নির্মাণের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের পরিবর্তন হয়নি। সিক্যুয়েলের পোস্টার প্রকাশ্যে এনে সানির হুঙ্কার, ‘জাট এবার নতুন মিশনে।’
Advertisement
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে সানি দেওল থাকলেও এবার খলনায়কের ভূমিকায় রণদীপ হুডাই থাকছেন কিনা, নির্মাতার পক্ষ থেকে তা জানানো হয়নি। ‘জাট’ সিনেমা মুক্তির ৭ দিনের মাথায় সিক্যুয়েলের ঘোষণা করলেন সানি দেওল। যে সিনেমা অভিনেতার ৪২ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমার তৃতীয়স্থান দখল করেছে।
View this post on InstagramA post shared by Sunny Deol (@iamsunnydeol)
বলিউড সূত্রে জানা গেছে, ‘গদর’র তুলনায় ব্যবসার দিক থেকে অনেকটা পিছিয়ে গেলেও মাত্র ৭ দিনেই ৬০ কোটি রুপির ব্যবসা করেছে ‘জাট’। এ সিনেমার চোখ ধাঁধানো ট্রেলারেই কৌতূহল বাড়িয়ে দিয়েছেন সানি। পরীক্ষিত সানি দেওলের সঙ্গে সম্মুখ সমরে রণদীপ হুডা ভীষণ জমেছে। ‘জাট’ সিনেমায় নিষ্ঠুর খলনায়ক রণতুঙ্গার চরিত্রে রণদীপকে দেখা গেছে। যার নির্মম অত্যাচারে গ্রামবাসীদের প্রাণ হারানোর অবস্থা। গ্রামকে তিনি ধ্বংস করে দিয়েছেন। ঠিক এমনই এক পরিস্থিতিতে রবিনহুডের মতো অবতরণ করেন সানি দেওল। যেমন মারকাটারি অ্যাকশন, রগরগে সংলাপ তেমনই শিরদাড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়া খলচরিত্রদের কীর্তিকলাপ। আশা করা যায়, সিক্যুয়েলেও সেই প্রভাব বজায় থাকবে।
এমএমএফ/জিকেএস
Advertisement