আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। অংশ নিয়েছেন ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে মাগরিবের নামাজের সময় হলে শাহবাগ মোড়েই নামাজ আদায় করেন তারা।
Advertisement
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়ে ৫টি জামাতে মাগরিবের নামাজ আদায় করেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন আ’লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলমকথা হয় আব্দুল মালেক নামের এক কওমি মাদরাসার শিক্ষার্থীর সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, শাহবাগে ৫টি স্থানে আসর ও মাগরিবের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার ছাত্র ও কওমি আলেমরা নামাজে ইমামতি করেন।
আরএএস/কেএসআর/এএসএম
Advertisement