অর্থনীতি

বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনের ভেন্যু পরিবর্তন

বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনের ভেন্যু পরিবর্তন

বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ঢাকা কেন্দ্রের ভেন্যু পরিবর্তন হয়েছে। সংগঠনটির আগামীকাল শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণ পূর্ব নির্ধারিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পরিবর্তে ঢাকায় বাংলামোটর বিকেএমইএ ভবনে অনুষ্ঠিত হবে। আরেকটি কেন্দ্র নারায়ণগঞ্জের চাষাড়া বিকেএমইএ ভবনে। এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

Advertisement

শুক্রবার (৯ মে) বিকেএমইএ নির্বাচন বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনের ঢাকা কেন্দ্রের স্থান পরিবর্তন হয়েছে। পূর্ব নির্ধারিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পরিবর্তে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে (প্ল্যানার্স টাওয়ার, লিফট-৪, ১৩/এ, সোনারগাঁও রোড, বাংলামেটার, ঢাকা-১০০০) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিকেএমইএ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৩৮ জন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন বোর্ড। ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৮ প্রার্থী। নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে পরে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ ৯ জন নির্বাচিত হবেন।

Advertisement

বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী।

বর্তমান বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী হয়েছেন তারা হলেন মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।

আইএইচও/জেএইচ/এএসএম

Advertisement