খেলাধুলা

মোহামেডানকে হার থেকে বাঁচালেন বদলি নামা মাহবুব

মোহামেডানকে হার থেকে বাঁচালেন বদলি নামা মাহবুব

গত সপ্তাহে পুলিশের বিপক্ষে মোহামেডানের জয় আর বসুন্ধরা কিংসের কাছে আবাহনীর হারের পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের গতিচিত্র প্রায় নির্ধারিত হয়ে গেছে। প্রথমবারের মতো শিরোপা জয়ের দিকে আরেক ধাপ এগিয়ে গেছে সাদা-কালোরা। তবে মোহামেডানের সেই এগিয়ে থাকার সুবিধাটা কিছুটা কমিয়ে দিয়েছে ফর্টিস এফসি।

Advertisement

আজ শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান হারতে বসেছিল ফর্টিসের কাছে। পিছিয়ে গিয়েও মোহামেডান ম্যাচে ফিরেছে মাহবুব আলমের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে এই তরুণ ডিফেন্ডার মাঠে নেমেছিলেন মইনের বদলি হিসেবে।

১৩ মিনিটে পিয়াস আহমেদ নোভা গোল করে চমকে দেয় মোহামেডান গ্যালারি। সময় যতো বাড়তে থাকে, সমান তালে বাড়তে থাকে মোহামেডানের দ্বিতীয় হারের শঙ্কা। শেষ পর্যন্ত হারতে হয়নি মোহামেডানকে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডানকে হার থেকে বাঁচিয়েছেন মাহবুব। ৭৩ মিনিটে একটি কর্নার কিক ফর্টিসের রক্ষণ থেকে বক্সের বাইরে এলে ফাঁকায় থাকা মাহবুব বল পেয়ে যান। কোনো সময় নষ্ট করেননি মাহবুব। জোরালো শটে কাঁপিয়ে দেন ফর্টিসের জাল।

Advertisement

পেছনে থাকা আবাহনীর চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে এই ম্যাচ শুরু করেছিল মোহামেডান। জিতলে ব্যবধান হতো ১০। হারলে কমে দাঁড়াতো চারে। শেষ পর্যন্ত মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে মোহামেডানের পার্থক্য এখন ৮।

শনিবার আবাহনীর ম্যাচ পুলিশ এফসির বিপক্ষে। জিতলে মোহামেডানের সাথে ব্যবধান কমে আসবে তাদের। হারলে মোহামেডান এগিয়ে যাবে শিরোপার দিকে আরো এক ধাপ।

১৪ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৫। আবাহনীর ২৭। শুক্রবার বসুন্ধরা কিংস গোলশূন্য ড্র করেছে ব্রাদার্সের বিপক্ষে। এই ড্রয়ে শিরোপা লড়াই থেকে আরো দুরে ঠেলে দিলো কিংসকে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৫, মোহামেডানের চেয়ে ১০ পেছনে। 

আরআই/এমএইচ/

Advertisement