পাবনার চাটমোহরে এক রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাতব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে চাটমোহর থানা পুলিশ। পরে শুক্রবার (৯ মে) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন (৫৩), একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন (৩৮), পৌর সদরের বালুচর মহল্লার আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ (৪৫), ছকির উদ্দিন (৫৫) ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আজিজুল হক (২৫) এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রাসেল (৩৫)।
Advertisement
ওসি মঞ্জুরুল আলম বলেন, বিস্ফোরক আইনসহ বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাদের আটক করে ওইসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আলমগীর হোসাইন নাবিল/এসআর/এএসএম