দেশজুড়ে

রাজবাড়ীতে লাঠিখেলা উপভোগ করলো হাজারো দর্শনার্থী

রাজবাড়ীতে লাঠিখেলা উপভোগ করলো হাজারো দর্শনার্থী

নববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে লাঠিখেলা হয়েছে। ঢোলের তালে নেচে ও শারীরিক কসরতের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ‌্যবা‌হি এ খেলায় অংশ নেন প্রতিযোগীরা।

Advertisement

এতে জেলার তিন‌টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে, রাজবাড়ী প্রেস ক্লাব, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালী ও বাপ-বেটা দল।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বীর মু‌ক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসন এ খেলার আয়োজন করে। লাঠিখেলা দেখ‌তে যান শিশ-কিশোর, নারী-পুরুষসহ প্রায় সব বয়সী হাজারো দর্শনার্থী। খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, মনোমুগ্ধকর লাঠিখেলা অনুষ্ঠিত হয়ে‌ছে। খেলা দেখে আমি ছোটবেলায় ফিরে যাই। দর্শক ও আগামী প্রজন্ম খেলা‌টি ভালোভা‌বে উপভোগ করেছে।

Advertisement

খেলা দেখতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ইমরুল হাসান, বীর মুক্তি‌যোদ্ধা কামরুল হাসান লালী, রাজবাড়ী প্রেস ক্লা‌বের সভাপ‌তি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শ‌হিদুল ইসলাম হিরণ, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল ম‌তিন প্রমুখ।

রু‌বেলুর রহমান/জেডএইচ/জিকেএস