আইন-আদালত

স্ত্রীসহ রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ রাজশাহীর সাবেক এমপি ওমর ফারুকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আসামি ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির মামলা কার্যালয়ে চলমান রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

Advertisement

এমআইএন/এমআরএম/জিকেএস