জাতীয়

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় মোদী-শাহবাজকে প্রধান উপদেষ্টার সাধুবাদ

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় মোদী-শাহবাজকে প্রধান উপদেষ্টার সাধুবাদ

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার (১০ মে) তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুদ্ধবিরতির সিদ্ধান্তে আসায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আরও পড়ুন

বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারতপাকিস্তানে ‘বিজয়োল্লাস’, চলছে মিষ্টি বিতরণ

শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, আমি ভারত সরকারের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোতে সম্মত হওয়ার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি অব স্টেট রুবিওকে তাদের কার্যকর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।

Advertisement

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময়ই দুই প্রতিবেশীর (ভারত ও পাকিস্তান) মধ্যে শান্তিপূর্ণ কূটনৈতিক উপায়ে মতপার্থক্য সমাধানকে সমর্থন করে যাবে।

এমইউ/এএমএ