দেশজুড়ে

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন ও পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক পাচারকারীকে পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

নুরুল আহাদ অনিক/এমএন/এমএস