কক্সবাজারে কাজের সন্ধানে এসে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় শ্রমিককে টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ রাজা ছড়া পাহাড়ের ভেতর থেকে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
এরআগে ১৬ এপ্রিল রাজা ছড়া থেকে নিখোঁজ হন তারা। তারা রাজমিস্ত্রির কাজ কক্সবাজারে এসেছিলেন।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯), মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫) ও মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২)।
Advertisement
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
জাহাঙ্গীর আলম/এসআর/এমএস