আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ এপ্রিল ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

হাসিনার ডক্টরেট ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। অর্থাৎ তাকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি থাকবে না, তা নিয়ে ভাবছে তারা। হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার কারণে এ পদক্ষেপ নিয়েছে এএনইউ কর্তৃপক্ষ।

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দামমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবার (২২ এপ্রিল) ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ মার্কিন ডলার ছুঁয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, ডলারের দাম ৩ বছরে সর্বনিম্নমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরুর জেরে বিনিয়োগকারীদের আস্থার সংকট বেড়েছে। ফলে ধস নেমেছে মার্কিন শেয়ারবাজার ও ডলারের দামে।

অস্থির সময়ে সোনায় বিনিয়োগ কি বুদ্ধিমানের কাজ?সাম্প্রতিক মাসগুলোয় বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। বাজারে অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ মনে করে সোনা কিনে রাখছেন বলেই এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে ৫০০০ কোটি ডলার বিনিয়োগ করবে সুইস কোম্পানিযুক্তরাষ্ট্রে সম্ভাব্য শুল্ক এড়াতে এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ বিলিয়ন (পাঁচ হাজার কোটি) মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশ। এই বিনিয়োগের ফলে দেশটিতে ১২ হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

এশিয়ার ৪ দেশের সোলার প্যানেলে ৩৫২১ শতাংশ শুল্কারোপ ট্রাম্পেরশুল্কের খেলায় যেন মত্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই অংক থেকে তিন অংক, এখন আবার সেটিকে নিয়ে গেলেন চার অংকের ঘরে। অবিশ্বাস্য মনে হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশের সোলার প্যানেলের ওপর সর্বোচ্চ ৩ হাজার ৫২১ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

Advertisement

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো আইএমএফবৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্ব অর্থনীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবের কথা উল্লেখ করে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

কানাডায় অভিবাসীরা কেন ওয়ার্ক পারমিট হারাচ্ছেন?কানাডায় বসবাসরত হাজারও অভিবাসী, বিশেষ করে ভারতীয়রা কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) হারাচ্ছেন। নতুন করে কাগজপত্র নবায়নের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, নিয়মের পরিবর্তন এবং কর্মসংস্থান সংক্রান্ত অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় তারা বৈধ মর্যাদা ধরে রাখতে পারছেন না। ফলে, কর দেওয়া সত্ত্বেও তারা না পারছেন কাজ করতে, না পাচ্ছেন স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা।

সৌদিতে ভিসার মেয়াদ শেষে অবস্থান করলে জেল-জরিমানাআসন্ন হজ মৌসুমের আগে দর্শনার্থীদের প্রবাহ নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করেছে সৌদি আরব। বিশেষ করে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য কঠোর শাস্তির কথা পুনর্ব্যক্ত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

কেএএ/এমএস