বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালে স্বল্প পরিসরে আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সুপার স্পেশালাইজ হাসপাতালের লেভেল থ্রিতে এর উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক আবুল কালাম আজাদ।
Advertisement
এসময় বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক নজরুল ইসলাম, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিএমইউ এর ডিন অধ্যাপক সাইফ উলাহ, অধ্যাপক ডা. মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মন্তোষ কুমার, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক শাহিদুল হাসান, ডা. মাহাবুবসহ অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সব বাধা অতিক্রম করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর কাজ সম্পন্ন করা হবে। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমে আসবে।
বিএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক নজরুল ইসলাম চিকিৎসক ও নার্সদেরকে রোগীদের প্রতি আরও ভালো আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, রোগীরা যেন উন্নত চিকিৎসাসেবা পায়। তারা যেন চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
Advertisement
এসইউজে/এমআইএইচএস/এমএস