দেশজুড়ে

মেহেরপুরে বিএডিসি খামারের তিন ট্রান্সফরমার চুরি

মেহেরপুরে বিএডিসি খামারের তিন ট্রান্সফরমার চুরি
 

মেহেরপুরের বারাদি বিএডিসি বীজ উৎপাদন খামারের বৈদ্যুতিক সেচযন্ত্রের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় চোরচক্র খুঁটির ওপর থেকে নামিয়ে তিনটি ট্রান্সফরমারের মালামাল নিয়ে যায়।

Advertisement

বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি খামার কর্তৃপক্ষের নজরে আসে। এতে খামারের ধান বীজসহ বিভিন্ন ফসলের আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে।

জানা গেছে, বারাদী বীজ উৎপাদন খামারে থ্রি-ফেজ বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে গভীর নলকূপের মাধ্যমে বীজ ফসলের সেচ কাজ করা হয়। মঙ্গলবার একটি গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নিচে নামায় চোরেরা। ট্রান্সফরমারের ভেতর থেকে তামার কয়েল ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, খামার কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি জানার পর চুরির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Advertisement

আসিফ ইকবাল/এমএন/জেআইএম