বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। লোকসানের ভারে ন্যুব্জ কোম্পানিটি এবার শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
Advertisement
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৬ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।
Advertisement
আরও পড়ুন
স্ত্রী-সন্তানদের শেয়ার উপহার দেবেন ক্রাউন সিমেন্টের ২ উদ্যোক্তা এক বছরে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ৬১৬ কোটি টাকা ঈদের পরও ইতিবাচক রেমিট্যান্স, ১২ দিনে এলো ১২৮৩৮ কোটি টাকাসমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৩ টাকা ২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৯৯ পয়সা।
একসময় বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দেওয়া প্রাইম ফাইন্যান্স ২০১৯ সালের পর থেকে কোনো লভ্যাংশ দিতে পারছে না।
ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়া বা কমার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে বা কমতে পারবে।
Advertisement
এমএএস/ইএ/এমএস