ক্যাম্পাস

কুয়েটের ভিসির পদত্যাগ দাবিতে অনশনে বসবেন শাবিপ্রবির শিক্ষার্থী

কুয়েটের ভিসির পদত্যাগ দাবিতে অনশনে বসবেন শাবিপ্রবির শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পলাশ বখতিয়ার ও হাফিজুল ইসলাম।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে একটি পোস্ট দিয়ে এ বিষয়টি জানান তারা।

পলাশ বখতিয়ার পোস্টে লেখেন, আজ (মঙ্গলবার) রাতের মধ্যে কুয়েটের ভিসিকে অপসারণ করা না হলে আমি পলাশ বখতিয়ার কুয়েটের অনশনকারী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আগামীকাল থেকে আমরণ অনশনে বসবো।

এর কিছুক্ষণ পর হাফিজুল ইসলাম নামের আরেক শিক্ষার্থীও অনশনে বসার বিষয়টি তার ফেসবুকে আইডিতে ঘোষণা করেন। তিনি পোস্টে লেখেন, আজ রাতের মধ্যে কুয়েটের ভিসিকে অপসারণ না করা হলে আমি হাফিজুল ইসলাম কুয়েটের অনশনকারী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আগামীকাল থেকে আমরণ অনশনে বসবো।

Advertisement

পোস্টের বিষয়ে জানতে চাইলে পলাশ বখতিয়ার জাগো নিউজকে বলেন, কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন করছেন। একদিন পার হয়ে গেলেও এখনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। ভিসি না কি বলছে, ‘মেজরিটি (অধিকাংশ) ছাত্ররা তার পক্ষে আছে। যারা অনশন করছে তারা মেজরিটি না।’ আমি মনে করি, শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। দাবি আজকের মধ্যে মানা হোক। না হলে কাল থেকে আমিও আমরণ অনশনে বসবো।

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের এক দফা দাবিতে গতকাল থেকে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী। অনশনের ২৪ ঘণ্টার মধ্যে খুলনার প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

নাঈম আহমদ শুভ/জেডএইচ/

Advertisement