দেশজুড়ে

পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় স্ত্রীকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন স্বামী। সোমবার পৌর এলাকার বগিলাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতের নাম স্ত্রী তাসলিমা আক্তার (২২)। আর অগ্নিদগ্ধের নাম এহসান আলী।

রাত ১১টার দিকে শয়নকক্ষে জালানো কয়েলের পাশে পেট্রলের বোতল রাখতে গেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে গৃহবধূ তাসলিমার গায়ে আগুন লেগে যায়।

এসময় তার চিৎকারে স্বামী এহসান ছুটে এসে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে তিনিও দগ্ধ হন। রাতেই দুজনকে বগুড়া শজিমেকে ভর্তি করা হলে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাসলিমা মারা যান।

Advertisement

নিহতের শাশুড়ি রেজিয়া বেগম বলেন, আমাদের খোলা বাজারে পেট্রোলের দোকান রয়েছে। দোকানের পেট্রোল রাতে শয়ন কক্ষে রাখতে গিয়ে কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দগ্ধ হয়ে আমার ছেলে ও পুত্রবধূ দুজনই গুরুত্ব আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুত্রবধূ মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে।

এলবি/জেডএইচ/

Advertisement