অর্থনীতি

নৌপথে লাইট হাউজ নির্মাণে ৭৬ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া

নৌপথে লাইট হাউজ নির্মাণে ৭৬ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া

নৌপথে নতুন লাইট হাউজ স্থাপনে ৭৬ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া সরকার। ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ প্রকল্পের আওতায় এই ঋণ দেওয়া হবে।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির এশিয়া, জেইসি ও এফএন্ডএফ শাখার অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়ার পক্ষে দেশটির এক্সিম ব্যাংকের ডিরেক্টর জেনারেল কিম কিসাঙ্গ চুক্তিতে সই করেন।

প্রকল্পটি নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন হবে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে ৪৫৫ কোটি টাকার ঋণ সই হয়েছে।

Advertisement

প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৭টি লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন করা। ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপনের মাধ্যমে জাহাজগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ প্রতিষ্ঠা করা। বিদ্যমান লাইট হাউজ আধুনিকীকরণ ও নতুন লাইট হাউজ স্থাপন করা।

কোরিয়া সরকার দেশটির এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারভুক্ত উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা দিয়ে আসছে। এই প্রকল্পে ঋণ চুক্তির সুদের হার হবে ০.০১ শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদ সাড়ে ১৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট সাড়ে ৪০ বছর।

এমওএস/জেডএইচ/

Advertisement