দেশে সবশেষ তাপপ্রবাহ ছিল ১৫ এপ্রিল। এরপর থেকে বৃষ্টিতে তাপমাত্রা ক্রমশ কমেছে। তবে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে ফের তাপপ্রবাহ বইছে।
Advertisement
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এসব জেলায় তাপপ্রবাহ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, তাপপ্রবাহের ফলে গরম বেড়েছে। আগামীকাল এর আওতা বৃদ্ধি পেতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
Advertisement
এছাড়া বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর ও রাজশাহীতে। এছাড়া এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/জেডএইচ/
Advertisement