ছেলেকে ১৫ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন এমন ঘোষণা দেওয়ার একদিন পর ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা ও কোম্পানিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার স্ত্রী ও মেয়েকে ১৫ লাখ করে ৩০ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
Advertisement
তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অথবা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় বুধবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই উদ্যোক্তা এ ঘোষণা দেন।
ডিএসই জানিয়েছে, জাহাঙ্গীর আলম তার স্ত্রী মাসুমা বেগম এবং মেয়ে সাদমান সাইকা সেফাকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই শেয়ার হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:
Advertisement
এর আগে মঙ্গলবার ক্রাউন সিমেন্টের এই উদ্যোক্তা তার ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ১৫ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দেন। এই শেয়ারও আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।
এদিকে, জাহাঙ্গীর আলমের ভাই এবং ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর কবির মঙ্গলবার তার স্ত্রী-সন্তানদের প্রায় ৬০ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলমগীর কবির তার স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ শেয়ার উপহার দেবেন। দুই ছেলের মধ্যে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার ও রায়হানুল কবিরকে ৫ লাখ শেয়ার উপহার দেবেন। এছাড়া দুই মেয়ে রাইসা কবির ও নুসাইবা কবিরকে ৫ লাখ করে শেয়ার উপহার দেবেন।
এমএএস/এসএনআর/এমএস
Advertisement