অর্থনীতি

স্ত্রী-সন্তানদের শেয়ার উপহার দেবেন ক্রাউন সিমেন্টের ২ উদ্যোক্তা

স্ত্রী-সন্তানদের শেয়ার উপহার দেবেন ক্রাউন সিমেন্টের ২ উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্টের দুই উদ্যোক্তা তার কাছে থাকা প্রতিষ্ঠানটির প্রায় ৭৫ লাখ শেয়ার স্ত্রী , ছেলে ও মেয়েকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Advertisement

তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অথবা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই দুই উদ্যোক্তা এ ঘোষণা দেন।

ডিএসই জানিয়েছে, ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা আলমগীর কবির তার স্ত্রী-সন্তানদের প্রায় ৬০ লাখ শেয়ার উপহার দেবেন। বর্তমানে এই উদ্যোক্তা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন।

ক্রাউন সিমেন্টের আর এক উদ্যোক্তা জাহাঙ্গীর আলম তার ছেলেকে ১৫ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা কোম্পানিটির চেয়ারম্যান পদে রয়েছেন।

Advertisement

স্ত্রী, ছেলে ও মেয়েদের শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দেওয়া ক্রাউন সিমেন্টের দুই উদ্যোক্তা জাহাঙ্গীর আলম ও আলমগীর কবির দুই ভাই। শেয়ার উপহার দেওয়ার মাধ্যমে তারা তাদের সন্তানদের সম্পৃক্ত করতে চাচ্ছেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলমগীর কবির তার স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ শেয়ার উপহার দেবেন। দুই ছেলে ছেলে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার ও রায়হানুল কবিরকে ৫ লাখ শেয়ার উপহার দেবেন। এছাড়া দুই মেয়ে রাইসা কবির ও নুসাইবা কবিরকে ৫ লাখ করে শেয়ার উপহার দেবেন।

অপরদিকে, জাহাঙ্গীর আলম তার ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ১৫ লাখ শেয়ার উপহার দেবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপহার হিসেবে এসব শেয়ার দুই উদ্যোক্ত হস্তান্তর করবেন।

এমএএস/এসএনআর/এমএস

Advertisement