দেশজুড়ে

পাঁচ সহযোগীসহ আরসা প্রধান জুনুনী ৮ দিনের রিমান্ডে

পাঁচ সহযোগীসহ আরসা প্রধান জুনুনী ৮ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মামলায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ তার পাঁচ সহযোগীর দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত।

Advertisement

রোববার (১৩ এপ্রিল) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এরা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানও (২৪) রয়েছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আদালতের সরকারি কৌঁসুলি খোরশেদ আলম মোল্লা জানান, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিলেন। র্যাব ও পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, তারা সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছেন। ১৭ মার্চ সেখানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আসামিদের মধ্যে আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহর বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ অনেক অভিযোগ রয়েছে। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার প্রধান।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

Advertisement