রাজধানীর উত্তরায় রেলগেট এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাসুম মিয়া (২৩) ও ইতি আক্তার (২০)। তারা সদ্য বিবাহিত।
Advertisement
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উত্তরার পূর্ব কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাদের হাসপাতালে নিয়ে আসা শুভ নামে এক ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় তারা রেলক্রসিংয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। ওই সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইতি (স্ত্রী) মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মাসুমকে (স্বামী) প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতির মৃত্যু হয়েছে। ইতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাসুম মিয়ার পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে তাদের হাতে হস্তান্তর করা হবে।
Advertisement
তিনি আরও জানান, কয়েকদিন আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন। মাসুম মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় ও ইতির গ্রামের বাড়ি ময়মনসিংহে। তারা দুজন ঢাকায় এসে বিয়ে করেন এবং দক্ষিণখান থানা এলাকায় ভাড়া থাকতেন।
কাজী আল-আমিন/জেএইচ/জেআইএম