ফরিদপুরে ক্লিন-গ্রিন সিটি প্রকল্প বাস্তবায়ন করছে এইচএসএফ। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় প্রকল্পটির উদ্বোধন করেন, জেলা পরিবেশ অধিদপ্তরে ডেপুটি ডিরেক্টর মো. সাঈদ আনোয়ার। প্রকল্পটি বাস্তবায়ন করছে কিউ লিপ নামে একটি সংগঠন।
Advertisement
মো. সাঈদ আনোয়ার বলেন, ফরিদপুরে ২০০-২৫০ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এতে উৎপন্ন হচ্ছে মেডিকেল বর্জ্য। তাই এখনে একটি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট দরকার। প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এইচএসএফর চেয়ারম্যান এম এ মুকিত বলেন, ই-বর্জ্য আমাদের ভবিষ্যতের জন্য হুমকি। তাই এ বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের এগিয়ে আসতে হবে।
কিউ লিপের সিইও জোবায়ের হোসেন বলেন, প্রকল্পটি আমরা বাস্তবায়ন করতে চাই। ফরিদপুর শহরকে সবুজ এবং পরিষ্কার করতে চাই। পরিবেশ বান্ধব ফরিদপুর শহর করতে চাই।
Advertisement
এইচএসএফর প্রধান নির্বাহী মো. বোরহানুল আশেকীন বলেন, পরিবেশ রক্ষায় এ সংক্রান্ত আইন জানতে হবে। পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে এগিয়ে আসতে হবে।
আরএইচ/জেআইএম