জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন ২৬ এপ্রিল (শনিবার) ইতালির রোমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তারা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Advertisement

সাক্ষাতে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতুবন্ধন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বিশেষভাবে ঢাকা ও মার্কোসার সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন, যাতে উভয় অঞ্চলের টেকসই সমৃদ্ধি নিশ্চিত করা যায়।

অধ্যাপক ইউনূস ও মন্ত্রী লুবেটকিন যুবসমাজে বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা উদ্যোগ বিস্তারের কৌশল নিয়েও আলোচনা করেন। তারা 'তিন শূন্য' (থ্রি জিরো) বিশ্বের অভিন্ন স্বপ্ন পুনর্ব্যক্ত করেন।

Advertisement

প্রধান উপদেষ্টা ইউনূস নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপের ওপর গুরুত্বারোপ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।

এমইউ/এমআরএম/এমএইচআর

Advertisement