দেশজুড়ে

ঐকমত‍্য না থাকলে অভ‍্যুত্থানের স্বপ্ন ব‍্যর্থতায় পর্যবসিত হবে

ঐকমত‍্য না থাকলে অভ‍্যুত্থানের স্বপ্ন ব‍্যর্থতায় পর্যবসিত হবে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ঐকমত‍্যের ভিত্তিতে ফ‍্যাসিবাদের বিচার, রাষ্ট্রীয় সংস্কার, আইনশৃঙ্খলার উন্নতি ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে জুলাই অভ‍্যুত্থানের স্বপ্ন ব‍্যর্থতায় পর্যবসিত হবে।

Advertisement

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ফেনী শহরের রয়েল সালমন রেস্টুরেন্টে এক নাগরিক সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল। ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ।

সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর বিভেদকে খুবই দুঃখজনক উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের স্বার্থে ড. ইউনূস সরকার এবং বিএনপি-জামায়াত-এনসিপি-এবি পার্টি-গণতন্ত্র মঞ্চ ও বিভিন্ন ইসলামী দলসহ গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক পক্ষের ঐকমত্য জরুরি।

Advertisement

সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আফলাতুল বাকী ফেনী, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী প্রমুখ।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম