চট্টগ্রামে বকেয়া ঈদ বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। বুধবার ৯ এপ্রিল সকাল ১০টার দিকে নগরীর ইপিজেড মোড়ে মডেস্টি (বাংলাদেশ) লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা প্রায় এক ঘণ্টার সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ থাকে।
Advertisement
শিল্প পুলিশের চট্টগ্রামের সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ জসীম বলেন, ‘ইপিজেড মোড়ে সিইপিজেডের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করার পরপরই সেখানে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান। পরবর্তীতে আমরা শ্রমিক ও মালিক; উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ আমাদের ইপিজেড কর্তৃপক্ষকে ১৬ এপ্রিল বকেয়া বোনাস বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সবমিলিয়ে ঘণ্টা-খানেকের মধ্যে যান চলাচলও স্বাভাবিক হয়ে যায়।’
ঘটনাস্থল থেকে স্থানীয় কামরুল ইসলাম বলেন, ‘ইপিজেড মোড়ে বে শপিং কমপ্লেক্সের সামনে একটি কারখানায় শ্রমিকরা ঈদের বকেয়া বোনাস না পাওয়ায় সড়ক অবরোধ করেন। এতে সিমেন্ট ক্রসিং থেকে কাস্টমস মোড় দুইদিকে দীর্ঘ যানজট তৈরি হয়।’
পুলিশ জানায়, মডেস্টি নামের একটি কারখানার প্রায় এক হাজারের মতো শ্রমিক কাজ করেন। তাদের ঈদ বোনাস বকেয়া ছিল। আজ (বুধবার) তাদের বকেয়া বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের বকেয়া ঈদ বোনাস দেয়নি। এরপর বোনাস না পাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেন। পরবর্তীতে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনে। ১১টার দিকে শ্রমিকরা সড়ক ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Advertisement
এমডিআইএইচ/বিএ/জেআইএম