রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় গ্রেফতার গোলাম রাব্বানী খান তাজ (১৪) আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
সোমবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে জবানবন্দি দেয় তাজ। সোমবার দুপুরে শিশুটিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের উপ-পরিদর্শক কফিল উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করে জবানবন্দি গ্রহণ করেন।
আরও পড়ুন
Advertisement
এর আগে গত ৯ মে পশ্চিম শেওড়াপাড়ার একটি ভবনের দোতলার এক ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওইদিন রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দুই বোন খুনের রহস্য উদঘাটনে পুলিশ বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এতে দেখা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে নীল রঙের জিন্স প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি ওই বাড়ির দোতলায় ওঠে। তার মুখে সার্জিক্যাল মাস্ক এবং মাথায় ছিল কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়।
এমআইএন/ইএ/এমএস
Advertisement