জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের স্বাস্থ্যগত তথ্য ও চিকিৎসার বিষয়ে প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Advertisement
আগামী ২৯ মে’র মধ্যে এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। প্রতিবেদন আসার পর এ বিষয়ে আরও শুনানি ও পরবর্তী নির্দেশনা দেবেন ট্রাইব্যুনাল।
ফারুক খানের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
Advertisement
সোমবার (১২ মে ) এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের ওপর শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্যানেল এই আদেশ দেন।
এর আগে গত ৯ মে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি হয়।
এফএইচ/ইএ/এমএস
Advertisement