দিন পাঁচেক আগেই টেস্ট ফরম্যাটকে বিদায় বলেছেন রোহিত শর্মা। এবার তার দেখানো পথে হাঁটলেন বিরাট কোহলিও। আজ (সোমবার) সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত জানিয়েছেন কোহলি।
Advertisement
ফলে এক সপ্তাহের মধ্যে টেস্ট থেকে দুই বড় নক্ষত্র ঝড়ে পড়লো ভারতীয় ক্রিকেটে। কোহলির অবসরের খবর শোনার পর রোহিতসহ তাকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র তারকা মুশফিকুর রহিম।
মুশফিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দুজনের ছবি দিয়ে লিখেছেন, ‘দুই কিংবদন্তি ভদ্রলোককে টুপি খোলা শ্রদ্ধা। সাদা পোশাকে তারা যে অবদান রেখেছেন, লাখো মানুষকে সেটা অনুপ্রাণিত করে। অভিনন্দন এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা।’
প্রসঙ্গত, মাস দুয়েক আগে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। টি-টোয়েন্টি ছেড়েছিলেন আরও আগে। বাকি রয়েছে শুধু টেস্ট। দেশের হয়ে ৯৬ টেস্ট খেলা মুশফিক শততম টেস্টের অপেক্ষায়।
Advertisement
এমএমআর/এমএস