জাতীয়

স্টেশনের কাউন্টারে স্ট্যান্ডিং টিকিট কিনতে ভিড়

স্টেশনের কাউন্টারে স্ট্যান্ডিং টিকিট কিনতে ভিড়

ঈদে বাড়ি ফেরা শুরু করেছে মানুষ। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে গত ১৬ মার্চ যারা টিকিট ক্রয় করেছিলেন, তারা আজ ভ্রমণ করতে পারছেন। তবে যেসব যাত্রী ঈদযাত্রার অগ্রীম টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য স্ট্যান্ডিং টিকিট বিক্রয়ের ব্যবস্থা রেখেছে রেলওয়ে। যাত্রার ২ ঘণ্টা আগে ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রয় করা হচ্ছে।

Advertisement

বুধবার (২৬ মার্চ) সকালে সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্ট্যান্ডিং টিকিট কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।

টিকিট কিনতে আসা যাত্রীরা বলছেন, অনলাইনে টিকিট স্বল্পতার কারণে চেষ্টা করেও পাননি। ঈদে বাড়ি ফিরতে হবে। তাই স্ট্যান্ডিং টিকিট ক্রয় করতে লাইনে দাঁড়িয়েছেন। আর স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদ যত ঘনিয়ে আসছে স্ট্যান্ডিং টিকিটের চাহিদাও বাড়ছে।

টিকিট সংগ্রহ করতে আসা আহসান হামিদ বলেন, বাড়ি যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবো। অনলাইনে টিকিট কাটতে পারি নাই। এখন বাড়ি যেতেই হবে। তাই স্ট্যান্ডিং টিকিট কেটেই যাবো।

Advertisement

আরেক যাত্রী রহমান মৃধা বলেন, স্ট্যান্ডিং টিকিট পেলেও অন্তত বাড়িতে যেতে পারবো। অনলাইনে টিকিট কাটতে না পারায় এখানে দাঁড়াতে হয়েছে। ঈদে বাড়ি যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদ করবো। এ কষ্ট কোনো কষ্টই না।

এদিকে গত কয়েকদিনের তুলনায় স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে বেশি। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। আমরা সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিত করতে চাই।

আরও পড়ুন অতিরিক্ত ভাড়া আদায়: চট্টগ্রামে চার পরিবহনকে জরিমানা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শৃঙ্খলায় ৭ শতাধিক পুলিশ

এদিকে আজ সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালু হতে যাচ্ছে। এদিন সকালে ভৈরববাজার হতে ছেড়ে আসা নরসিংদী কমিউটার-১ ট্রেনকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে বিশেষ এ সার্ভিস উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ কারণে স্টেশন এলাকায় বাড়তি নিরাপত্তা দেখা গেছে।

এনএস/এমএইচআর/এএসএম

Advertisement