দেশজুড়ে

কুমিল্লাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনায় বিএনপি নেতা

কুমিল্লাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনায় বিএনপি নেতা

নিজ জেলা নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়।

Advertisement

জানা যায়, শুক্রবার (২৮ মার্চ) নাঙ্গলকোট উপজেলায় একটি ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া। সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন। তার এ মন্তব্যের ৪ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ভিডিওতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের নিয়েও নানা বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জেলা ও মহানগর বিএনপি নেতারা।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কোনো সুস্থ্য রাজনৈতিক ব্যক্তি নিজ দলীয় নেতাদের নিয়ে এমন অশালীন মন্তব্য করতে পারেন না। তিনি যে মন্তব্য করেছেন এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এরইমধ্যে তার কুরুচিপূর্ণ মন্তব্যে বিষয়টি দলের হাইকমান্ড অবগত হয়েছেন। আমাদের পক্ষ থেকেও বিষয়টি লিখিতভাবে কেন্দ্রকে অবগত করা হবে।

মন্তব্যের বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি তো শুধু রাজনৈতিক স্মৃতিচারণ করেছি মাত্র। কুমিল্লাকে অপমানিত করিনি। বাকিটা আপনার যা ভাল মনে হয় লিখে দেন।

Advertisement

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম