দেশজুড়ে

কুমিল্লায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ১২ জনের কারাদণ্ড

কুমিল্লায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ১২ জনের কারাদণ্ড

কুমিল্লার সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকায় ১২ জন নারী-পুরুষকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শনিবার (২৯ মার্চ) দিনগত রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকার ভিশন আবাসিক হোটেলে এ অভিযান চলে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলী বিশ্বরোড এলাকায় সোনালী পেট্রোল পাম্পের উল্টো দিকে রাস্তার পশ্চিম পাশে হোটেল ভিশন আবাসিকে অনৈতিক কর্মকাণ্ডের সংবাদে পরিচালনা করা হয়।

Advertisement

আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ভিশন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম