ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে। এই দল নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। দলের নেতারা একেকজন একেকরকম মন্তব্য করছেন। এতে জনগণ মনে করে তারা সংগঠন হিসেবে শুরুতেই ব্যর্থ হয়েছে।
Advertisement
শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাপুরে ছাত্রদলের পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, এনসিপি দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছে। মূলত তারাও নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে তারা আসন ভাগাভাগি ও নির্বাচনে কীভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে নেগোসিয়েশন করছে।
ছাত্রদলের এ নেতা আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এনসিপির চারজন নেতা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে সাংগঠনিক কাঠামোর পরিপন্থি অবস্থান নিয়েছেন। আমরা মনে করি সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সঙ্গে হওয়া উচিত। যা বিএনপি অনেক আগেই ৩১ দফার মাধ্যমে ঘোষণা করেছে।
Advertisement
প্রধান উপদেষ্টা বক্তব্য প্রসঙ্গে নাছির বলেন, এত দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও তিনি চীন সফরের আগ মুহূর্তে হঠাৎ করে এটি জুন মাসে নিয়ে গেছেন। এটি জনসাধারণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে। দেশের মানুষ মনে করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত।
ইকবাল হোসেন মজনু/এমএন/এএসএম