তথ্যপ্রযুক্তি

গাড়িতে এসি চালালে মাইলেজ কি কমে?

বর্তমানে সব গাড়ি এয়ার কন্ডিশনার যুক্ত। শীতের আরাম এ বছরের জন্য শেষ। এখনই যেমন গরম পড়তে শুরু করেছে গ্রীষ্মে কেমন গরম হবে তা কিছুটা আন্দাজ করা যাচ্ছে। বাড়িতে, গাড়িতে এসি ব্যবহার করছেন।

Advertisement

গাড়িতে এসি চললে তা অনেকবেশি আরামদায়ক হয়। কিন্তু আপনি কি জানেন, গাড়িতে এসি ব্যবহার করলে গাড়ি কম মাইলেজ দিতে পারে? গাড়িতে এসি ব্যবহার করলে তেল অনেক বেশি খরচ হয়।

গাড়িতে এসি ব্যবহার করলে ইঞ্জিনের ওপর বাড়তি লোড পড়ে। এসি ব্যবহার করার জন্য কম্প্রেসার পাওয়ারের প্রয়োজন হয় এবং এটি ক্রস ইঞ্জিন থেকেই আসে। আপনি যখন গাড়িতে এসি ব্যবহার করেন তখন ইঞ্জিনকে বেশি শক্তি উৎপন্ন করতে হয়, যার কারণে ইঞ্জিন বেশি জ্বালানি খরচ করে। এটি ইঞ্জিনের উপর অতিরিক্ত লোড চাপিয়ে দেয়, যা গাড়ির মাইলেজ হ্রাস করতে পারে।

এয়ার কন্ডিশনারের কম্প্রেসার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা গাড়িতে শীতলতা বজায় রাখে। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের মধ্য দিয়ে চলে এবং এটি চালানোর জন্য ইঞ্জিনে আরও শক্তি উৎপন্ন করে। এ কারণে ইঞ্জিনকে বেশি জ্বালানি ব্যবহার করতে হয়।

Advertisement

গাড়ির এসির তাপমাত্রা ঠিক মাত্রায় রাখতে পারেন, যাতে কম্প্রেসার খুব বেশি কাজ না করে। গাড়িতে ২২-২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি ব্যবহার করতে পারবেন। আপনি যদি শহরে গাড়ি চালান তবে যতটা সম্ভব কম গতিতে গাড়ি চালান। এতে এসির প্রেশার কমে এবং মাইলেজের ওপর খুব বেশি প্রভাব পড়ে না। বাইরের আবহাওয়া ভালো থাকলে এবং তাপমাত্রা সহনীয় হলে এসির ব্যবহার কমিয়ে আনা যায়। এতে মাইলেজের ওপর কম প্রভাব পড়বে। কম গতিতে গাড়ি চালালে গাড়ির জানালা সামান্য খুলতে পারেন। এতে গাড়ি ঠান্ডা থাকবে এবং এসির ব্যবহার কমবে এবং মাইলেজে কম প্রভাব পড়বে।

আরও পড়ুন গাড়িতে মরিচা ধরা রোধ করবেন যেভাবে নতুন বৈদ্যুতিক গাড়ি আনছে হুন্দাই

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

Advertisement