কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনে মারা যাওয়া হাতিটি অসুস্থ হয়ে নয়, গুলি করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
Advertisement
বুধবার (১৯ মার্চ) কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন এ প্রতিবেদন দিয়েছেন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাতিটি মারা যাওয়ার পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী হাতিটিকে কে বা কারা কীভাবে গুলি করেছেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ তথ্য উদঘাটনে উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তারা উখিয়ার ইনানী সংরক্ষিত বনে জাকিরের ঘোনায় একটি খামারবাড়ি থেকে দেশি একনলা একটি বন্দুক উদ্ধার করেছেন। পরে বন্দুকটি উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। হাতি হত্যাকারীদের শনাক্তের পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার জুমছড়ি সংরক্ষিত বনে একটি বন্যহাতির মৃত্যু হয়। ওইসময় রক্তবমি করতে করতে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মৃত পুরুষ হাতিটার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বনকর্মীরা তখন জানিয়েছিলেন, উখিয়ার ইনানী পাহাড়ি এলাকা থেকে একটি হাতি রক্তবমি করতে করতে জুমছড়িতে গিয়ে মারা যায়। হাতিটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনে একটি হাতির মৃত্যু হয়। একইভাবে ১৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা সংরক্ষিত বনে ও ২০২৩ সালের ২৭ নভেম্বর দুটি হাতির মৃত্যু হয়। পাহাড়ি বনে এভাবে প্রায়ই হাতি মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।
সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম
Advertisement