গাজা থেকে ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালানো হয়েছে। এ সময় বেন গুরিয়ন বিমানবন্দরে প্লেন চলাচল ব্যাহত হয়।
Advertisement
আল-জাজিরার সানাদ যাচাই ইউনিট দেখেছে, সেখানের অন্তত ছয়টি বেসামরিক ফ্লাইট রিডাইরেক্টেড করা হয়েছে।
গাজায় ইসরায়েলের চলমান হামলার জবাবে তেল আবিবের দিকে রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড।
এর আগে ইয়েমেনের হুথিরা বিমানবন্দরটির দিকে রকেট নিক্ষেপ করে। সে সময়ও ফ্লাইট চলাচল ব্যহত হয়।
Advertisement
আরও পড়ুন>
৩ দিনে ২০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল যুদ্ধে জন্ম নিয়ে যুদ্ধেই শহীদ শিশুটিঅন্যদিকে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস। গাজায় এমন তীব্র হামলা চালানো হবে ‘যা আগে কেউ কখনো দেখেনি’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গাজার নেতজারিম করিডরের একটি অংশ ফের দখলে নেওয়ার পর এ হুমকি দেন কাৎস। বুধবার (১৯ মার্চ) উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে সেনা মোতায়নের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন।
হামাস জিম্মি ইসরায়েলিদের মুক্তি না দেওয়া পর্যন্ত ও গাজার শাসনক্ষমতা না ছাড়া পর্যন্ত গাজায় হামলার তীব্রতা বাড়তে থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
Advertisement
সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল
এমএসএম