আন্তর্জাতিক

ট্রাম্প ২০২৮ সালেও নির্বাচন করবেন: স্টিভ ব্যানন

সাবেক হোয়াইট হাউজ কৌশলবিদ ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ও জয়ী হবেন। যদিও এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী অসাংবিধানিক।

Advertisement

মঙ্গলবার (১৮ মার্চ) নিউজনেশনের সাংবাদিক ক্রিস কুয়োমোকে দেওয়া সাক্ষাৎকারে ব্যানন বলেন, ভাগ্যে থাকলে ট্রাম্পের মতো নেতা শত বছরে একবার আসেন। আমরা তাকে পেয়েছি ও আমি তার দৃঢ় সমর্থক। আমি বিশ্বাস করি যে প্রেসিডেন্ট ট্রাম্প আবার ২০২৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ও জয়ী হবেন।

তিনি আরও বলেন, আমরা এর আগেও অসম্ভবকে সম্ভব করেছি। ট্রাম্পকে নিয়ে আমরা ২০২৮ সালের নির্বাচন করার কঠোর পরিকল্পনা করছি এবং কিছু মাসের মধ্যে তা প্রকাশ করা হবে।

ট্রাম্প এর আগেও তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত দিয়েছেন, যদিও ২২তম সংশোধনী অনুযায়ী কেউ দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। গত সপ্তাহে হোয়াইট হাউজে আইরিশ প্রধানমন্ত্রী মিহল মার্টিনের সঙ্গে সেন্ট প্যাট্রিক’স ডে অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি আশা করি আমরা এই অনুষ্ঠান আরও তিনবার করবো, অন্তত তিনবার। যখন আমি ‘অন্তত’ বলি, তখন তারা (গণমাধ্যম) পাগল হয়ে যায়!

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস একটি সংবিধান সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন, যাতে একজন প্রেসিডেন্টকে তিনবার নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, কেউ তিনবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না, তবে টানা দুবার নির্বাচিত হলে তিনি অতিরিক্ত কোনো মেয়াদের জন্য যোগ্য হবেন না।

ওগলেস বলেন, ট্রাম্প প্রমাণ করেছেন যে তিনিই যুক্তরাষ্ট্রকে পুনরুজ্জীবিত করতে পারেন ও সেজন্য তার প্রয়োজনীয় সময় পাওয়া উচিত।

এদিকে, এমন প্রস্তাবের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ডেমোক্র্যাটরা। ট্রাম্পের তৃতীয় মেয়াদের সম্ভাবনা তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান ফেব্রুয়ারিতে একটি প্রস্তাব উত্থাপন করেন, যেখানে ২২তম সংশোধনীর প্রতি হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

ড্যান গোল্ডম্যানের প্রস্তাবে বলা হয়েছে, এই হাউজ ঘোষণা করছে যে ২২তম সংশোধনী অনুসারে কেউ দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না এবং ট্রাম্প আর প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।

Advertisement

অন্যদিকে একটি জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ মার্কিন নাগরিক বিশ্বাস করেন যে ট্রাম্প পরবর্তী মেয়াদেও হোয়াইট হাউজে থাকার চেষ্টা করবেন।

সূত্র: দ্য হিল

এসএএইচ