লাইফস্টাইল

ঘরোয়া উপায়ে মেহেদি বানাবেন যেভাবে

ঈদুল ফিতরের আর বেশি দেরি নেই। ঈদের অন্যতম অনুষঙ্গ হচ্ছে হাতে মেহেদি পরা। বাজারের মেহেদিতে যাদের ভরসা নেই; তারা ঘরেই তৈরি করতে পারেন মেহেদি। জেনে নিন উপায়। বিস্তারিত জানাচ্ছেন সাইমা বিভা—

Advertisement

উপকরণ১. চায়ের লিকার ১-২ কাপ২. চিনি ১-৩ কাপ৪. পানি ১-২ কাপ৩. ময়দা ২ চা চামচ৪. মেহেদি পাতা ২ চা চামচ

প্রস্তুত প্রণালিপ্রথমে চায়ের লিকার এবং চিনি প্যানে দিয়ে জাল করতে হবে। চিনি ক্যারামেলের মতো হয়ে এলে পানি ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে নামিয়ে স্টেনারের সাহায্যে পানি আলাদা করে নিতে হবে।

আরও পড়ুনঈদের আগে চুল পড়া রোধে যা করবেনঘরেই বানিয়ে নিন লেবাননের রঙ্গিলা ফাতেহ

এ পর্যায়ে ময়দা এবং আগে থেকে রোদে শুকিয়ে পাউডার করে রাখা মেহেদি পাতার গুঁড়া একসাথে মিশিয়ে চিনি ও লিকারের পানিতে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া উপায়ে অর্গানিক মেহেদি। মেহেদির রং হবে গাঢ়।

Advertisement

যাদের বাজারের মেহেদিতে অ্যালার্জির সমস্যা আছে; তারা এভাবে বাসায় কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি করে নিতে পারেন অর্গানিক মেহেদি।

লেখক: মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সহযোগী সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাবি।

এসইউ/জেআইএম

Advertisement