পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য পাকিস্তান জাতীয় দল এখন নিউজিল্যান্ডে। আগামী রোববার ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে দুই দল।
Advertisement
কিন্তু পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধীরগতিতে ব্যাটিং করায় তাকে দলে নেওয়া হয়নি সাবেক তারকাদের সমালোচনার মুখে। বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকেও।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাবরকে বাদ দেওয়ার বিষয় জানালে বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা। এবার পিসিবির দিকে ধাবিত হওয়া সমালোচনার উত্তপ্ত বাতাসে ইন্ধন দিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল। বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে সরব হয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুরদর্শী সিদ্ধান্তকে চোখে আঙুল দিয়ে পিসিবি দেখিয়েছেন আজমল। ভারতীয় ব্যাটার বিরাট কোহলির উদাহরণ টেনে তিনি বলেছেন, ফর্মে না থাকলেও কোহলিকে দল থেকে বাদ দেওয়া হয়নি। অথচ পাকিস্তানের বড় সম্পদ বাবর ফর্মের বাইরে চলে গেলেই বাদ দেওয়া হয়।
Advertisement
স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে আজমল বলেন, ‘দেখুন, ভারত যেভাবে বিরাট কোহলিকে সমর্থন করেছে, দীর্ঘ খারাপ সময় গেলেও কেউ তাকে অবসর নিতে বাধ্য করেনি। খুব কম লোকই তাকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেছিল। অন্যদিকে বাবর নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় তারকা। এখন খারাপ সময় পার করছেন, আর সবাই তাকে নিচে নামানোর কাজে ব্যস্ত।’
পাকিস্তান ক্রিকেটে বাবরকে একমাত্র তারকা উল্লেখ করেন আজমল বলেন, ‘আপনার তো একটাই তারকা আছে। তাকেও যদি আপনারা অবমূল্যায়ন করেন, তাহলে আপনার ক্রিকেট চলবে কীভাবে? সাবেকদের মুখ বন্ধ রাখা উচিত।’
ভারতের আরেক কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের উদাহরণ দিয়ে আজমল বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই খারাপ সময় আসে। বাবরেরও একটা খারাপ সময় যাচ্ছে, কিন্তু তাকে সমর্থন দেওয়া উচিত। ক্রিকেট জীবনে সবসময় একইভাবে খেলা যায় না। এমনকি শচিন টেন্ডুলকারও প্রতি ম্যাচে ১০০ রান করতে পারেননি।’
ক্রিকেটারদের কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর উপদেশ দিয়ে সাবেক ডানহাতি স্পিনার বলেন, ‘আপনাকে কিছুটা ধৈর্য দেখাতে হবে। ক্রিকেটাররা খেলার জন্য সবকিছু উৎসর্গ করে। যখন তারা কঠিন সময়ের মধ্যে থাকে, তখনই তাদের সবচেয়ে বেশি সমর্থনের প্রয়োজন হয়। যখন সে বিশ্বসেরা তখন সমর্থনের দরকার হয় না—সবচেয়ে বেশি প্রয়োজন হয় কঠিন সময়েই।
Advertisement
দলের অন্যরা ভালো না খেললেও বাদ দেওয়া হয়েছে শুধু বাবর ও রিজয়ানকে। এই পদ্ধতিতে বাদ দেওয়াকে অযৌক্তিক ও ভুল মনে করছেন আজমল।
সাবেক স্পিনার বলেন, ‘দেখুন, তাদের বাদ দেওয়ার পদ্ধতিটাই ভুল। দলের অন্যরাও খুব বেশি ভালো খেলেননি। তাহলে শুধু বাবর ও রিজওয়ানকেই দায়ী করা হচ্ছে কেন? নির্বাচকদের উচিত ছিল বাবরের সঙ্গে বসে আলোচনা করা, তাকে বিশ্রামের সুযোগ দেওয়া যাতে সে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেও ওয়ানডে স্কোয়াডে আছেন বাবর ও রিজওয়ান। ৫০ ওভার ফরম্যাটের সিরিজ শুরু ২৯ মার্চ নেপিয়ারে।
এমএইচ/এএসএম